নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের উদ্যেগে নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।
শনিবার সকালে নওগাঁ চকদেবপাড়া, নাপিতপাড়া, বাঙ্গাবাড়ীয়াসহ শহরের কয়েকটি স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে যুগ্ম আহবায়ক এ্যাডঃ রফিকুল আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক ভিপি খোকন, সাবেক জিএস ফরিদুজ্জামান ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, যুগ্ম সম্পাদক সোহাগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, খেজুর, সেমাই, মুড়ি, তেল, চিনি ও মসলা সম্বলিত প্রস্তুত প্যাকেট করে বিতরণ করেন।
করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষরা একটু দেরী হলেও তারেক রহমানের খাদ্য সামগ্রী উপহার পেয়ে ভীষন খুশী হয়েছে বলে জানান তারা।