সুদেব দাস,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার কালীগঞ্জে ৩ হাজার ২শ’ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। আজ কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদি, জামালপুর, মোক্তারপুর এবং জাংগালিয়া ইউনিয়নে ৩ হাজার ২শ’ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি । এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা বলেন…
আমাদের দেশ কিছুদিন পূর্বেও দারিদ্র সীমার নিচে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের ফলে আমরা উন্নয়শীল দেশে রূপান্তরিত হয়েছে।দেশে এই মহামারি না আসলে আমরা উন্নত বিশ্বে পৌচ্ছে যেতাম।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫০লক্ষ পরিবারকে ২৫০০ টাকা ঈদ উপহার দিবে তার মধ্যে আমাদের কালীগঞ্জে ৫ হাজার পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান খাঁন ফারুক মাস্টার, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ,মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তোরন,জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন এবং আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেত্রিবৃন্ধ ।