১৮ মে, ২০২০ খ্রি. তারিখ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভা, কলেজগেট, বড় দারোগার হাট, ছোট দারোগার হাট এলাকায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, বাজার মনিটরিং ও সেনাবাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৭টি মামলায় ১১৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সীতাকুণ্ড পৌরসভার প্রীতি এন্টারপ্রাইজকে ৩০০০ টাকা ও সাধন স্টোরকে ২৫০০ টাকা এবং বড় দারোগা হাট বাজারের আমির স্টোরকে ৩০০০ টাকা, জামাল স্টোরকে ৫০০ টাকা ও এক ফল বিক্রেতাকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসব দোকানকে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি শারীরিক দূরত্ব না মানায় সীতাকুণ্ড পৌরসভায় আল আমিন ফার্মেসিকে ১০০০ টাকা ও একজন মোটরবাইক চালককে ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান প্রতিদিনের মত করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও শারিরীক দুরত্ব নিশ্চিত করার জন্য এই ধরনের অভিযান চলমান অব্যাহত থাকবে।