মাহফুজুর রহমান, সুনামঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে জমে উঠেছে ঈদের হাট। শহর গ্রাম সহ সব বিপনীবিতানে বাড়ছে উপছে পড়া ভীড়। সেই সাথে বাড়ছে করোনা সংক্রামক ঝুঁকিও। ঈদের হাটে যেন করোনাকে সঙ্গী করে নিয়ে হাঁটছেন মানুষজন। আজ মঙ্গলবারও সুনামগঞ্জের কাপড়ের দোকান গুলোতে গিয়ে দেখা যায় নারী পুরুষের উপচে পড়া ঢল। শহরের ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সুরমা মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তে ঈদের বাজার করতে দলে দলে মানুষজন ছুটে আসছেন বিপণীবিতান গুলোতে।
নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু কেউ বাদ যাচ্ছেন না ঈদের কেনাকাটায়। এবং শহরের পথে পথে ঠাসাঠাসি করে দল বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে লোকজনকে। এ ক’দিনের শহরে এত মানুষের ভীড়ে শংকিত হয়ে পড়েছেন সচেতন মহল। দোকান কোঠায় সামাজিক দুরত্ব মেনে ব্যবসা করার থাকলেও মানা হচ্ছে না সে আইন। শহরের ট্রাফিকপয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সুরমা এলাকা ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তে ঈদের বাজার করতে দলে দলে মানুষজন ছুটে আসছেন বিপণীবিতানগুলোতে।
নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু কেউ বাদ যাচ্ছেন না ঈদের কেনাকাটায়। বিশেষ করে মহিলাদের মার্কেট হিসেবে পরিচিত ইউনাইটেড প্লাজা, খন্দকার মার্কেট, আফাজ বিল্ডিং, লিলি প্লাজায় ছিল তুলনামূলক বেশি ভীড়। সামাজিক দূরত্ব না মেনেই কেনা কাটা করছেন মানুষজন। যদিও প্রশাসনের পক্ষ থেকে জনসমাগত এড়াতে বৃত্ত একে সামাজিক দূরত্ব রক্ষা করতে ব্যবসায়ীদের বলা হয়েছে। এছাড়া জুতার দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা গেছে।
কমমেটিকস’র দোকানেও ভীড় ছিল লক্ষণীয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল জানান, আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছিলাম দোকান বন্ধ রাখার। দোকান খোলায় অনেকটা ঝঁকির মধ্যে পড়েছে শহরবাসী।