গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ মডেল থানায় জীবানু নাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মিছবাহুল মাছুম ফাউন্ডেশনের চেয়ারম্যান মিছবাহুল হক মাছুম ও আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান মোঃ দিলওয়ার হোসেনের অর্থায়নে জীবানু নাশক এ ট্যানেল স্থাপন করা হয়। ট্যানেলটির উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুর ইসলাম শাহীন সহ মডেল থানার পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, গোলাপগঞ্জ) রাশেদুল হক চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। তাদের একটাই লক্ষ দেশবাসীকে সুরক্ষা ও সেবা প্রদান করা। এ পরিস্থিতিতেও প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন স্থান থেকে থানায় আসেন। তাই প্রবাসী মিছবাহুল হক মাছুম ও দিলওয়ার হোসেনের পক্ষ থেকে থানায় জীবানু নাশক ট্যানেল স্থাপন করা হয়েছে।
এতে করে পুলিশ সদস্য সহ থানায় আগত সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধি পাবে। তাই এই উদ্যোগে সাড়া দিয়ে যারা ট্যানেল স্থাপনে সর্বাত্মক সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দীপন, জেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ বাদশা, মারজানুল হক মামুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।