রানা মারমা চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড এলাকার সুপার সাইক্লোন আম্পান আঘাত থেকে রক্ষা পেতে নিকটস্থ আশ্রয় কেন্দ্র যেতে কাউন্সিলর উদ্যোগে৩৯ নং ওয়ার্ড বিভিন্ন এলাকায় ঘুরে মাইকিং করা হয়েছে।
মঙ্গলবার(১৯মে২০২০) বেলা আড়াইটার দিকে মাইকিং করা সময় হাজ্বী মো: জিয়াউল হক সুমন বলেন সুপার সাইক্লোন নামে শক্তিশালী ঘুর্ণিঝড় বাংলাদেশের প্রবেশ করে উপকূলীয় এলাকায় প্রচন্ড বেগে ধেয়ে আসছে বলে উধ্বর্তন কর্তৃক পক্ষ থেকে জানিয়েছে।
এ প্রাকৃতিক দুর্যোগ থেকে সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে পূর্বেপ্রস্তুতিমূলক ও গণসচেতনতা হিসেবে এ তথ্য পোঁছে দিচ্ছে। এর পাশাপাশি নির্দিষ্ট ও নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।