কিশোরগঞ্জ নীলগঞ্জ বাজারে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঈদের কেনা কাটা করতেমানুষের ঢল লক্ষ করা যায়।গত কিছু দিন থেকেই এই ধরনের অবস্থা পরিলক্ষিতি হচ্ছে। মার্কেট ও ফুটপাতের দোকান গুলোতে স্বাস্থ্যবিধি না মানলে মৃত্য ঝুকি আছে থাকলেও সরকারের শর্ত ও নির্দেশনা বাস্তবে মানছেন না দোকানদার ও সাধারণ জনগন।
সাধারণ জনগনের এমন চলা ফেরা নতুন করে করোনা সংক্রামণের ঝুঁকি বেড়ে তুলছে বলে ধারণা করা হচ্ছে। আজ ২০ মে সকালের সরোজমিনে নীলগঞ্জ বাজার ঘুরে দেখা যায় কাপড়, কসমেটিকস ও জুতার দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কোন ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব মেনে চলার বিষয়টি লক্ষ করা যায়নি। একে অপরের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছে। এছাড়া বেশিরভাগ দোকানেই বিক্রেতাদের মাস্ক ও গ্লাভস নেই।এসময় একজন ক্রেতার সাথে কথা বলা হলে, তিনি বলেন ,“ সামাজিক দূরত্বের বিষয়ে তারা সচেতন হলেও পরিস্থিতির বিবেচনায় তারা এভাবে চলা ফেরা করছে।