দেশে করোনা প্রাদূর্ভাবে পর থেকে দুই মাসের অধিক সময় ধরে করোনার কারনে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের গৃহবন্দী”গরীব, অসহায় দুস্থ মানুষ ও দিন মজুর,রিকশাওয়ালা থেকে মধ্যেবিত্ত পরিবারের মাঝে, নিজেই যত্ন করে প্যাকেট করে খাদ্য শস্য প্রায় ১৫ (পনের হাজারের অধিক)মানুষের ঘরের দরজায় পৌছিয়ে দিয়েছে মানবতার মহান সেবক লায়ন মোঃ ইলিয়াছ” যাহা তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
এ মানবিক মানুষটি কাছে “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের প্রতিদিন বিভিন্ন ইউনিটের পাড়া মহল্লার গৃহবন্দী পরিবারের অসংখ্য লিষ্ট অাসে । অারে “গৃহবন্দী, মধ্যেবিত্ত,অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য উপহার বিতরণ করে পরম তৃপ্তির হাসি হাসে লায়ন মোঃ ইলিয়াছ। “”তার সাথে কথা বলে জানা যায়, তিনি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে করোনার মহামারির শুরু থেকে “গৃহবন্দী মধ্যেবিত্ত পরিবার ও অসহায়, দুঃস্থ মানুষদের কথা ভেবে এ উপহার বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং করোনায় যতদিন মানুষের কষ্ট থাকবে তিনি নিত্য প্রয়োজনীয় উপহার বিতরণ অব্যাহত রাখবেন বলে জানান। তিনি অারো বলেন করোনার এই দুঃসময়ে মানুষ আজ অসহায়,ঘরবন্দী। অনেকের উপার্জন কমে গেছে,বিশেষ করে মধ্যেবিত্ত, দুঃস্থ, অসহায় মানুষদের কষ্টের কথা ভেবে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। এখন পবিত্র রমজানে মাসে ও চেষ্টা করছি কার্যক্রম অব্যাহত রেখে অারো বৃদ্ধি করে ধরে রেখেছি।করোনায় এ ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে। অাসুন মানুষের পাশে মানবিক হয়ে এক সাথে কাজ করি।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ২৬ নং ওয়ার্ডের গরীব,অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং মানবিক মানুষ হয়ে মানুষের মঙ্গলের জন্য আজীবন মানবতার কাজ করে যেতে পারে।