সুনামগঞ্জ প্রতিনিধি::
দীর্ঘ এক মাস রোজা রাখার পর অল্প কয়েকদিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের বড় দুটো ধর্মীয় উৎসবের একটি এই ঈদুল ফিতর। অপরটি, ঈদুল আযহা। বাংলাদেশের মত বিভিন্ন দেশেও পালন হবে ঈদুল ফিতর।
কিন্তু করোনাভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত। তাই নিজের মত করে এবারের ঈদুল ফিতর উদযাপন করতে পারবে না মুসলমানরা। তবে পরিস্থিতি খারাপ হলেও দেশ বিদেশ অবস্থানরত বন্ধু মহল এর পক্ষ থেকে জাউয়াবাজারে করোনা পরিস্থিতিতে ভাসমান কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জাউয়াবাজার এলাকার ভাসমান ৮০টি পরিবারে প্রবাসীদের আর্থিক সহযোগীতায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, লুকমান হুসেন, জসিম বক্স, আকলাক,আব্বাস, কাবির,,মান্নান, মিটু, হাসান, রুম্মান, সাহিন, শুভ, রাসেল, মাহতাব,সুমন, রেজা, আবু তাহের প্রমুখ।