পৃথিবীর নিষিদ্ধ শহর তিব্বত। যে কেউ এখান প্রবেশ করতে পারবে না।তেমনি ঢাকা ও হয়েছে নিষিদ্ধ শহর সাধারণ মানুষের জন্য। মহমারী করোনা ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা যেন এ জেলায় বাড়ছে তীব্র ভাবে। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও যেন মানতে নারাজ এ শহরের বাসিন্দারা। অজুহাত আর চল-চাতুরী দেখিয়ে ঘর থেকে বের হয় এ মানুষ গুলো।আত্মসচেতনতা না থাকলেও রয়েছে তাদের একঘেয়েমি আর অবাধ্যতা।থেমে নেই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। সচেতন নেই তাদের মাঝে। বাহিরে বের হওয়াটা যেন তাদের এক নতুন বিলাশিতা।সকল জেলা ছাড়িয়ে এক মৃত্যুপুরী নগর হয়েছে ঢাকা। তবুও মৃত্যু পুরী এই নগর কে ভয়াল করোনার থাবা থেকে রক্ষায় সরকার একের পর এক বিধিনিষেধ জারি করে।তারপরও থেমে নেই মৃত্যুপুরীর এই মানুষ গুলোর কোলাহল আর কর্মব্যাস্ততা।
অজুহাত দেখিয়ে কেউ ঢাকা ছাড়তে পারবে না…ঈদে রাস্তায় বের হলে ঈদ পযন্ত দাড় করিয়ে রাখা হবে বলে এমন মন্তব্য করেন ডিএমপি কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, যে যার অবস্থানে থাকুন,নিজ জেলায় থাকুন,করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে নিজ নিজ অবস্থানে থাকুন। বহিরাগতরা যাতে ঢাকায় না ঢুকতে পারে সর্তক থাকুন। তিনি আরো হুশিয়ার দিয়ে বলেন,কাউকে ছাড় দেওয়া হবে না। অজুহাত দেখিয়ে ঢাকার বাইরে যেতে চাইলে রাস্তায় দাঁড় করিয়ে রাখবো।এক জেলার মানুষ অন্য জেলায় যেতে পারবে না। বৃহস্পতিবার ঢাকার নারায়ণগঞ্জ মাসদাঈর এক এান বিতরণ কালে হুশিয়ার করে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান এবং পুলিশের উর্ধ্বতন কর্মকতা।
সরকারের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জোড়ালো আহবান জানান তিনি।