মরণঘাতী করোনা আর সরকারী নিয়মের তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ ভাবে ঈদে ঘরে ফিরছে মানুষ। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব আর সরকারী নিয়ম।
যে যেইভাবে পারছে নিজ কর্মস্হল ছেড়ে ঘরে ফিরছে এই ঘরমুখো মানুষ গুলো।
ঈদের আনন্দটুকু নিজ পরিবার তথা সবার মাঝে ভাগাভাগি করতে ঘরে ফিরছে তারা।তবে এতে করোনর ঝুঁকি বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। নিজ পরিবার তথা কেউ -ই এতে নিরাপদ নয় বলে ভাবছে তারা। করোনায় সরকারী সিদ্ধান্ত মতে,সবাই নিজ নিজ কর্মস্হলে থাকবে,কেউ বাড়ি যেতে পারবে না। করোনার এমন ঝুঁকি কে সাধুবাদ না জানিয়ে ঘরে ফিরছে মানুষ গুলো। নৌচলাচল,আর সামাজিক দূরত্বের বাহনগুলোর চলাচল স্বাভাবিক। পাটুরিয়া আর শিমুলিয়া নৌ চলাচল শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে ঢাকার প্রবেশ পথ গুলো।জনাকীর্ণ হয়ে ঘরে ফিরছে ঈদ প্রেমী এই মানুষ গুলো। ঢাকার প্রবেশ পথ গুলোতে চলছে অবাধে যান চলাচল। মানছে না প্রশাসনিক নিয়ম। প্রশাসনের নাকের ডগায় যেন এসব মানুষ গুলো ঘুরছে। আক্রান্ত আর মৃত্যু দুই এ মিলে চলছে মরণঘাতী এই করোনার তান্ডব। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত আর মৃত্যুর শহর এক অভিনব ঢাকা। ঘরে ফেরা এসব মানুষ গুলোই সংক্রমনের হাতিয়ার তা ভাবছে সংশ্লিষ্টরা।
করোনার ঝুঁকি এড়াতে সরকারের বিধিনিষেধ কে গুরুত্ব দিতে হবে এমন চিন্তা তাদের। সামাজিক দূরত্ব বজায় না রাখলে এই সংকট আরো ভয়াবহ রুপ ধারণ করবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন এমন শ্লোগান কে সাধুবাদ জানিয়ে মেনে চলতে হবে। তবেই কাটবে এ মহামারী করোনার প্রাদূভার্ব।
সেইসাথে কমবে মৃত্যু আর হতাহতের সংখ্যা ও এমনটাই ভাবছেন বিশিষ্টজনেরা।
join this group
https://www.facebook.com/groups/sscexstudent/