সাতকানিয়া উপজেলায়, বিএনপি নেতা সাবেক উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি -শেফায়েত উল্লাহ চক্ষু করোনা মহামারীতে প্রায় দেড় হাজার হত-দরিদ্র ও দলীয় কর্মী দের মাঝে নবমবারের মতো ত্রাণ বিতরণ করেন । এ নিয়ে তিনি ২১ শে মার্চের পর থেকে তার পারিবারিক তহবিল থেকে প্রায় চার হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন । তারেক রহমানের নির্দেশ ক্রমে, বিএনপির বিভাগীয় করোনা পর্যবক্ষেণ সেলের আহ্বায়ক মাহবুবুর রহমান শামীমের পরামর্শ ও তত্ত্বাবধানে, এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দাবী করেন । সাতকানিয়া উপজেলার ছদাহা, কেউচিয়া, চরতী, খাগরিয়া, কালিয়াইশ সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।আজকের বিতরণে অংশ গ্রহণ করেন– বিএনপি নেতা–লোকমান, আব্দুল হক, আরমান হোসেন, আবুল হোসেন যুবদল নেতা – রকিবুল হাসান, নাছির, আনোয়ার, মুক্তার ,ইদ্রিস, কাওসার, আমির হোসেন, ছাত্রদল নেতা আরিফ, তৌফিক, পারভেজ, লিয়াকত প্রমুখ নেতৃবৃন্দ ।