বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মহামারী করোনা মোকাবেলায় ২২মে ২০২০ গৃহবন্দি কর্মহীন মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন(মহাদেবপুর-বদলগাছী) বদলগাছী থানা বিএনপির (সাবেক) সভাপতি ও নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য #আলহাজ্ব_ফজলে হুদা বাবুল ।
উপস্থিত ছিলেন: জনাব রেজাউন নবী স্যান্ডো (সাবেক জিএস) ,(সদস্য,আহ্বায়ক কমিটি উপজেলা বিএনপি বদলগাছী নওগাঁ)
মাস্টার জিল্লুর রহমান (সিনিয়র যুগ্ম আহ্বায়ক -পাহাড়পুর ইউনিয়ন বিএনপি বদলগাছী,নওগাঁ), মাস্টার নুর ইসলাম ( সাধারণ সম্পাদক কোলা ইউনিয়ন বিএনপি বদলগাছী, নওগাঁ) আরো উপস্থিত ছিলেন উপজেলাও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা।
দেশের এই ক্রান্তিলগ্নে ঈদ উপহার পেয়ে গৃহবন্দি কর্মহীন মানুষেরা খুশি ও তারা আনন্দিত। তারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলে হুদা বাবুল কে ধন্যবাদ জানান। এবং তারা আশা রাখেন সামনে দিনে গৃহবন্দি কর্মহীন মানুষের মাঝে আবার সামগ্রী নিয়ে উপস্থিত হবেন বদলগাছি জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলে হুদা বাবুল।