Timenow24.com টীমের ব্রাহ্মমণবাড়িয়া প্রতিনিধি মো:রিয়াজুর রাশিদ রুবেল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।
Timenow24.com টীমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো:রিয়াজুর রাশিদ রুবেল দেশবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
করোনা ভাইরাসের ফলে সারা পৃথিবী থমকে গেছে-তার সাথে থমকে গেছে পৃথিবীর অর্থনৈতিক চাকা।পবিত্র রমজান মাসের পর আসছে ঈদ-যেন সকলের জীবনে বয়ে আনে অনাবিল সুখ,শান্তি এবং ঈদের খুশি অটুট থাকুট সবসময়। এরই মাধ্যমে যেন আল্লাহ তায়ালা সকলকে এই মহামারি থেকে হফাজত করেন।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন,ঘরেই থাকুন,আপনার পরিবারকে নিরাপদে রাখুন।