মিজানুর রহমান বগুড়াঃ গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৪ জনের করোনা পজেটিভ এসেছে বাকী ১৬৪ টি ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।
গতকাল শুক্রবার ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ায় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে যায়।
বগুড়ায় আক্রান্ত ২৪ জনের সদর উপজেলায় ৮ জন, সারিয়াকান্দি উপজেলায় ৬ জন, দূপচাঁচিয়া উপজেলায় ৩ জন, কাহালু উপজেলায় ২ জন, আদমদিঘী উপজেলায় ২ জন, ও নন্দীগ্রাম, গাবতলী, শিবগঞ্জ প্রত্যেক উপজেলায় ১ জন করে।
বগুড়ায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৩, মোট সুস্থ ১৬, চিকিৎসাধীন ১২৭ জন।
এদিকে গতকাল শুক্রবার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল আইসোলেশন থেকে পালিয়েছে এক করোনা রোগী। তার নাম সিরাজুল ইসলাম, রংপুরের মিঠাপুকুর উপজেলায় তার বাড়ি। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানান, মৃত্যুপ্রায় এক রোগীকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে সিরাজুল ইসলাম পালিয়েছেন।