ভোলা সদর উপজেলাধীন ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে একঝাঁক উদ্যমী যুবকের প্রানের সংগঠন- “তরুণ সমাজ সংগঠন” এর পক্ষথেকে অত্র ইউনিয়নের ১০০এর অধিক পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঠিক ঈদের একদিন আগে অসহায় মানুষেরা তাদের প্রয়োজনীয় গুড়া চাল, চিনি, সেমাই, দুধ এবং কিচমিচ পেয়ে অনেক খুশি। তারা প্রাণখুলে দোয়া করছেন “তরুণ সমাজ সংগঠন” এর সকল সদস্যদের জন্য।
অত্র সংগঠনের সভাপতি- হান্নান সামী বাঘা বলেন- দেশের মহামারির এই সময়ে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে। ঘুড়ছেনা তাদের জীবনের চাঁকা, ঈদ উদযাপনতো দুরের কথা নিত্য প্রয়োজনীয় খাবার পাচ্ছেনা তাঁরা। তিনি আরো বলেন- অসহায় মানুষের বিপদে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।