সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার গৌরারং ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর আহমদাবাদ ইচ্ছারচর গ্রামের অসহায় মানুষ এর মাঝে দয়ার দর্জা খুলুন (ঞযব ফড়ড়ৎ ড়ভ সবৎপু) এর উদ্দ্যোগে দ্বিতীয় বারের ন্যায় ৬০ পরিবারের মাঝে ২লি: তৈল ২কেজি আলু ২কেজি পিয়াজ ১কেজি ময়দা ১কেজি চিনি ১টা লাচ্ছা এবং ১টি সাবান সহ ঈদ উপহার বিতরন করা হয়। আজ শুক্রবার বিকালে এ সময় দয়ার দর্জা খুলুন (ঞযব ফড়ড়ৎ ড়ভ সবৎপু) চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী জাবের চৌধুরীর মটুফোনে আলাপ হলে তিনি বলেন, দয়ার দর্জা খুলুন এর ন্যায় এলাকার বিত্তবানরা এগিয়ে আসলে এই ক্লান্তিলগ্ন অসহায় মানুষদের কিছুটা হলে ও উপক্রিত হবেন।
আর আমাদের দয়ার দর্জা খুলুন (ঞযব ফড়ড়ৎ ড়ভ সবৎপু) দেশের ক্লান্তিলগ্নে সবসময় পাশে আছে এবং পাশে থাকবে । বিতরন কালে উপস্তি ছিলেন ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ রকিব চৌধরী,মোঃ রনি চৌধরী, আতাহার চৌধরী, মিটুন চৌধরী, সৌরভ চৌধরী, সোহাগ চৌধরী, প্রমুখ। সুত্রে যানাযায় দয়ার দর্জা খুলুন (ঞযব ফড়ড়ৎ ড়ভ সবৎপু) এর পক্ষথেকে সুনামগঞ্জ সহ আরও তিনটি স্তানে সিলেট, হবিগঞ্জ, মৌলভিবাজার, ঈদ উপহার বিতরন করা হয়।