মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা করাবে এমনটাই বললেন,ড. জাফর উল্লাহ চৌধুরী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমতি আগেই নেওয়া আছে। তারা আমাদের গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করছে।আমার মনে হয় না তারা ঈদের আগে কোন ফলাফল দিতে পারবে। তাই আমরা আগামী ২৬ই মে,মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা করব।সবাই পরীক্ষা করাতে পারবে।
গণস্বাস্থ্যের কিটে একদিনে ১০ হাজার টেস্ট করা সম্ভব। ধানমন্ডি নগর হাসপাতাল এবং সাভার নগর হাসপাতালে এ টেস্ট করানো হবে।সরকারের সিদ্ধান্ত মতে ২৬ই মে,থেকে করোনা টেস্ট করানো হবে।
এজন্য মুখের লালা ও এন্টিজেন দূটোই দরকার আছে।