মিজানুর রহমান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আর মাত্র কয়েকদিন পর ঈদ-উল-ফিতর। মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। তাদের মনে নেই ঈদের আনন্দ। শিবগঞ্জ উপজেলায় কর্মহীন ও অসহায় এইসব মানুষদের মধ্যে ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক।
আজ শনিবার বেলা ১১ টায় দলীয় কার্য্যালয়ের পাশে শিবগঞ্জ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার ৩ শতাধিক মানুষের মধ্যে নিজ অর্থায়নে আতপ চাল, ডাল, আটা, তেল, আলু, সেমাই, চিনি প্রভূতি খাদ্য সামগ্রী বিতরন করেন।এসময় তিনি বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের কারনে হয়তো অনেক পরিবারের ঈদ আনন্দে কাটবেনা।
তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমার এই প্রচেষ্টা মাত্র।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সাথে পরিবারকে সাথে নিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, বন ও পরিবেশ সম্পাদক ডাঃ মোফাজ্জল হোসেন, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ওয়াইদুল হক স্বপন সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।