মিজানুর রহমান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মহামারী করোনা সংকটের মধ্যে এবার উদযাপিত হলো মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রান মুসলমানরা ঈদগাহ্ মাঠে একত্রিত হয়ে ঈদের নামায আদায় করে থাকেন। কিন্তু এবার সম্পূর্ন ভিন্ন আঙ্গিকে উদযাপিত হলো ঈদ উল ফিতর। করোনা সংকটের কারনে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য এবার ঈদগাহের পরিবর্তে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে মসজিদে ঈদের নামায আদায় করে মুসল্লীবৃন্দ।
করোনার প্রভাব পড়েছে ইতিহাসের প্রাচীনতম প্রত্নত্ত্বাতিক নির্দশন পর্যটনকেন্দ্র বগুড়ার মহাস্থানগড়ে। বিগত বছর গুলোতে ঈদের দিনে নানা বয়সীর লোকজন দূর দূরান্ত থেকে এখানে ঘুড়তে আসে। সকাল থেকেই দর্শনার্থীদের আগমন ঘটতো। বেলা যতই বাড়তো দর্শনার্থীরাও ততো বাড়তো। আত্নীয় পরিজন নিয়ে ছুটির আমেজে দর্শনার্থীদের পদচারনায় মুখরিত থাকতো এই বিখ্যাত পর্যটনকেন্দ্র । তিল ধারনের জায়গা থাকেনা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে। কিন্তু এবারে তা ভিন্ন চিত্র। এবারের ঈদের দিনে মহাস্থানগড়ে সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় একেবারে পর্যটন শূণ্য । এবারে করোনা সংকটের কারনে বন্দ রয়েছে মহাস্থানগড়ের সব দর্শনীয় স্থান। বেহুলা লক্ষ্মীনদের মেধ, গোবিন্দভিটা, জাদুঘর, জাহাজঘাট, ও পিকনিক কর্নারের মূল প্রবেশদ্বার তালা বদ্ধ। অনেকেই আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের নিয়ে ঘুড়তে আসলেও বন্দ থাকার কারনে ফিরে যেতে হয়েছে তাদের। ফলে এবারের ঈদে জনশূন্য পর্যটনকেন্দ্র ঐতিহাসিক মহাস্থানগড়।