খাগড়াছড়ি পার্বত্য জেলা অনন্যা জেলা শহর থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির হলেও থেমে নেই প্রাণঘাতি করোনার সংক্রমন। গত কয়েক দিনের ব্যবধানে ১৮ জন সনাক্তের খবর নিশ্চত করছেন স্বাস্থ্য বিভাগ খাগড়াছড়ি। এদিকে গত তিন দিনের ব্যবধানে দিঘীনালায় ৩ জন সনাক্ত হয়েছে করোনা ভাইরাসে। দিঘীনালা বাবুছড়া ইউনিয়নের বাসিন্দ ২ জন এবং ১ নং মেরুং ইউনিয়নের বাচাঁমেরুং এলাকাতে এক অবসর প্রাপ্ত আনসার সদেস্যর করোনা পজিটিব এসেছে।