এই নিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত।
শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল করোনা ভাইরাসে COVID19 আক্রান্ত হয়েছেন। তিনি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসিন্দা।
আক্রান্ত রুগীর সংস্পর্শে আসা গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছে শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস. এম আব্দুল্লাহ্ আল মুরাদ ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন
মঙ্গলবার ইদিলপুর ইউনিয়নের এক বাসিন্দার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। গত ৩ দিন আগে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। যারা করোনায় আক্রান্ত হয়েছেন সে কোথায় কোথায় গেছেন তা খোঁজ নেয়া হচ্ছে। তার থেকে আক্রান্ত হতে পারেন- এমন সম্ভাব্য ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরিবারসহ আশপাশের পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত পরিবারকে আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।এই তথ্য দিয়েছেন গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৪১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে।
করোনার বিস্তার ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহ্বান জানান স্বাস্থ্য বিভাগ।