রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলা সদরের বাট্টা পাড়া এলাকার মটর সাইকেল চালক নরুল ইসলাম নয়ন হত্যার ৩ বছরেও হয়নি বিচার। বিচার হীনতায় ভোগছে নিহতের পরিবার। ২০১৭ সালের ১ জুন লংগদু বাট্রাপাড়া এলাকা থেকে অপহরণ করার একদিন পর ২ জুন
খাগড়াছড়ি – দিঘীনালা সড়কের ৪ মাইল নামক স্থানে পাওয়া যাই নয়নের লাশ। সহকর্মীদের সূত্রে জানা যায় লংগদু থেকে খাগড়াছড়ি ভাড়ার কথা বলে স্থানীয় এক উপজাতি নয়নকে নিয়ে খাগড়াছড়ি আসে রাতে বাড়ি ফিরেনি নয়ন। মোবাইল ফোনেও কোন সংযোগ নেই অতঃপর এর পর দিন ৪ মাইলে মেলে নয়নের লাশ। গ্রেফতার হয় একজন গ্রেফতারের ১-২ দিন পর আসামীর সীকারোক্তিতে মাইনি নদী থেকে উদ্ধার করা হয় নয়নের ব্যবহার কৃত মটর সাইকেলটি অথচ আজ তিন বছর অতিক্রম হলেও কোন বিচার হয়নি এ আলোচিত হত্যা কান্ডের। পরিবারের উপার্জনকারী এই ব্যক্তির মৃত্যর পর কিভাবে দিন কাটাচ্ছে এ পরিবারটি সেদিকেও নেই কারো দৃষ্টি এ পর্যন্ত কোন ধরনের সহযোগীতা পায়নি পরিবারটি।
এদিকে আজও সঠিক ভাবে জানা যায়নি হত্যার কারন ও মূল আসামী কাহারা রয়েছে।সরকারের কাছে এলাবাসীদের দাবী দ্রুত এই হত্যার বিচার করা হোক আমরা চায় এমন দৃষ্টান্ত মূল্যক শাস্তি যেনো নয়নের মত কাউকেই আর হাড়াতে না হয়। এদিকে বাঙ্গালী সংঘটনের মূখপাত্র এস এম মাসুম রানা জানান, দেখতে দেখতে আজ ৩ বছর অতিবাহিত হয়েছে অথচ নরুল ইসলাম নয়ন হত্যার বিচারকার্যের কিছুই আমরা দেখছিনা। মূলত নয়ন হত্যার বিচার ধামাচাপা দিতেই সেইদিন নিড়িহ পাহাড়ি-বাংঙ্গালীদের ঘর বাড়ি পুড়ানোর নাটক সাজিয়েছে উপজাতি সন্ত্রাসি সংগঠন গুলো। আমরা জানতে চায় কেন এই আলোচিত হত্যার বিচার হচ্ছেনা।