সড়ক দূর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত
সিরাজগন্জ জেলার গারাদহে অটোরিকশার সাথে বাসের সংঘষর্ে এক পটিবারের ৪ জন সদস্যের ৩ জন মৃত্যুবরণ করে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় মৃতদের বাড়ি সিরাজগন্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামে।কান্চু সূত্রধর নামের ব্যক্তিটি মঙ্গলবার বিকালে তার বোনের বাড়ি থেকে ফেরার পথে গারদহে তাদের অটোরিকশাকে একটি দ্রুতগামি বাস ধাক্কা দেয়।এসময় অটোরিকশার চালক বেচেঁ গেলেও কান্চু সূত্রধর সহ তার মেয়ে এবং বউ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।কান্চু সূত্রধরের পরিবারের ৪ জন সদস্যের মধ্যে তার ছেলে তাদের সাথে না থাকায় বেচেঁ যায়।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে পড়েছে।কান্চু সূত্রধরের ছেলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।।