গাজীপুর জেলা প্রতিনিধিঃ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে সাংবাদিকবৃন্দরা।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ্ আলম এর সভাপতিত্বে ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম,এ ফরিদের সঞ্চলনায় মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। এম,ফরিদ তার বক্তব্য বলেন… পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই হামলা,মামলার শিকার হচ্ছেন। দেশের সমস্যা,সম্ভাবনা, দূর্নীতি এসব তুলে ধরায় সাংবাদিকদের পেশাগত কাজ। অথচ দায়িত্ব পালনের সময় প্রায়সই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে সুষ্ঠু পরিবেশে যাতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা চাই।
এসময় আরো বক্তব্য রাখেন ৭১ বাংলাদেশ সংবাদ ঢাকা বিভাগীয় সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী আশিষ কুমার অঞ্জন। তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে আমাদের জাতির বিবেক, যখনই আমাদের দেশের মানবাধিকার লঙ্গন হয় তখন আমাদের দেশের কলম যুন্ধারা তাদের কলমের মাধ্যমে সত্য তুলে ধরেন।কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে দূর্নীতি, চাঁদাবাজি, চাল চুরি, ইত্যাদির বিরুদ্ধে লিখতে গেলেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই।
এভাবে সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। সাংবাদিকরা তাদের পেশাগত দিক থেকে সকল অন্যায়-অবিচারের কথা বলেই যাবে। মামলা, হামলা, নির্যাতন কিংবা সাজা দিলেও সাংবাদিকরা তাদের দায়িত্ব থেকে সরবে না।
মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টর্স ক্লাবের উপদেষ্টা গাজীপুর জেলা দায়রা জজ কোর্টের পিপি জনাব আতাউর রহমান আকাশ, সিনিয়র সহ- সভাপতি বায়েজিদ হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী মকবুল হোসেন, কিউ টিভির রির্পোটার সাইদুল ,দৈনিক সরজমিন এর স্টাপ রির্পোটার শারমিন সুলতানা রিতু,দৈনিক সন্ধ্যা বানীর রির্পোটার নাসিমা আক্তার রেনু,সি এন এন বাংলার ক্রাইম রির্পোটার গাজী মামুন,৪৮ বাংলা টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি কাজল মিয়া,চ্যানেল এফ প্রতিনিধি মুন্নি আক্তার,চ্যানেল ২৪ প্রতিনিধি লিজা,দৈনিক অপরাধ দমন প্রতিনিধি সুলতানা কামাল,দৈনিক প্রভাতি খবর প্রতিনিধি সারোয়ার আলম,দৈনিক প্রানের বাংলাদেশ গাজীপুর সদর ও পূবাইল থানা প্রতিনিধি শামসুদ্দিন জুয়েল, দৈনিক জনতার দলিল প্রতিনিধি মিনারা খাতুন রীনা সহ মানব বন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।