বগুড়ায় করোনায় সর্বচ্চো সংক্রমন।
মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে গতকাল শনিবার বগুড়ায় সর্বচ্চো করোনায় আক্রান্ত হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা সংক্রমন এবং টিএমএসএস মেডিকেলে ৫২ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জনের, মোট একদিনে ৬০ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৩৯ জন পুরুষ, ১৬ জন মহিলা এবং ৫ জন শিশু। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৬২৯ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন, মৃত্যুবরন করেছে ৬ জন। শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
গতকালের আক্রান্ত ৬০ জনের মধ্যে সদর উপজেলার ৫০ জন, কাহালু উপজেলার ৭ জন, শেরপুর উপজেলার ২ জন এবং শিবগঞ্জ উপজেলার ১ জন।