পাবনার কাশিনাথপুরে ট্রাকের ধাকায় মোঃ নাজিম (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে । নিহত নাজিমের বাড়ী পাবনার কাশিনাথপুরের হরিদেবপুর গ্রামে।তার পিতার নাম মোঃ শাহজাহান সেখ ।
প্রত্যক্ষদশী সূত্র জানা যায়: আনুমানিক সকাল ১০টার দিকে নাজিম মটরসাইকেল চালিয়ে নগরবাড়ীর দিকে যাচ্ছিল ।কাশিনাথপুর গণসাস্হ্য নামক স্হানে পৌছালে হঠাৎ একটি দ্রুত গতির চলন্ত ট্রাক এসে নাজিমের মটরসাইকেলে ধাকা মারে ।সাথে সাথে মাথায় আঘাত পেয়ে ছিটকে দুরে গিয়ে নাজিম পরে যায় ।স্হানীয় লোকজন নিকটস্হ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।নাজিমের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।