ফেনী প্রতিনিধি▪
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এইবারও ২০১৯-২০ অর্থ বছরের ২য় কিস্তির উপবৃওির কার্যক্রম চলছে রুপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে ফেনী, নোয়াখালি, লক্ষিপুর জেলার ২০ উপজেলাসহ সারা বাংলাদেশে। এই প্রকল্পের আওতায় ১কোটি ৪০ লক্ষ সুবিধাভোগী মা এই সহায়তা পেয়ে থাকেন।
করোনাকালীন এই দুর্যোগ মুহুর্তে সুবিধাভোগী মায়েরা কোন রকম ঝামেলা ছাড়াই তাদের নিকটতস্থ শিওরক্যাশ এজেন্টের সাহায্যে এই টাকা উওোলন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
এই ব্যাপারে ফেনী ছাগলাইয়া উপজেলার উওর মন্দিয়া গ্রামের সুবিধাভোগী মা হাজেরা আক্তার বলেন আমার দুই ছেলে মেয়ের জন্য ৪৫০ টাকা পেয়েছি। এমন সময়ে পেয়েছি যখন তাদের বাবা বেকার হয়ে পড়েছে। আমাদের গ্রামের শিওরক্যাশের এজেন্ট শাকিল মিয়ার দোকান থেকে টাকাটা উঠাইছি কোন রকম ঝামেলা ছাড়াই।
এই ব্যাপারে শিওরক্যাশের ফেনী এরিয়ার কর্মকর্তা আশরাফ রায়হান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন করোনাকালীন জাতীয় সংকট মুহুর্তে সবাই যখন গৃহবন্ধী তখন ১ কোটি ৪০ লক্ষ মায়েদের উপবৃওির টাকা তারা যেন সুন্দরভাবে এজেন্ট পয়েন্ট থেকে তুলতে পারেন সেই জন্য আমরা নিজেরা মাঠে থেকে আমাদের এস আর ও স্থানীয় ডিস্টিবিউটর নিয়ে নিরলস ভাবে কাজ করে গেছি। আশরাফ রায়হান আরো বলেন এই ব্যাপারে আমাদের শিওরক্যাশের হেড অব সেলস জনাব ফারুক হোসেন স্যার সরাসরি আমাদের সাথে কথা বলতেন যেন করোনা পরিস্থিতির প্রতিবন্ধকতার কারনে কোন সুবিধাভোগী মায়ের টাকা তুলতে সমস্যা না হয়।