বিগত মার্চ মাস থেকে পুরো পৃথিবী থমকে গিয়েছিল এক অদৃশ্য শক্তির কাছে, যার নাম কোভিড নাইনটিন বা করোনা ভাইরাস। ছিলনা কোন যুদ্ধ, কোন দেশের সেনাবাহিনী অস্ত্র তাক করে গুলি করেনি কাউকে, বোমা বিস্ফোরনের ভয়ে কেও লুকিয়েও ছিলনা কোথাও। তবুও ঘরবন্দী হয়ে গিয়েছিল পুরো পৃথিবী।
করোনা ভাইরাস পুরো পৃথিবীকে স্রেফ গৃহবন্দী করেই ক্ষান্ত হয়নি, দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকেও। চেইন অফ কমান্ডের মতই লাইফ সার্কেলের একটা চেইন আছে যাকে আমরা নিত্যদিনের রুটিন বলি। মানুষের অর্থনৈতিক ব্যবস্থাপনা এই রুটিনের অন্তর্ভুক্ত। এক একজনের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী তাদের রুটিন এক এক রকম।
এই ভেঙে পড়া অর্থনীতির কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে লাখো কোটি পরিবার। দারিদ্রতা গ্রাস করেছে আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষকে। একইসাথে এই দেশের তথাকথিত দুর্নীতিবাজ মানুষ গুলোর কারনে আরও কয়েক ধাপ পিছিয়ে গেছি আমরা। এসব হা হুতাশের গল্প থেকে বের হয়ে নতুন দিনের সূচনার স্বপ্ন দেখলো একদল স্বপ্নবাজ যুবক।
পুরো পৃথিবীর অর্থনৈতিক কাঠামো যখন ভেঙেচুরে একাকার, ঠিক তখনই তারা চিন্তা করলো নতুন উদ্যোক্তাদের একত্রিত করে একটি নির্দিষ্ট বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আবার সচল করার কথা। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বুক ভরা অদম্য স্বপ্নের ঝুলি সাথে নিয়ে ১লা জুন ২০২০ সালে তারা তৈরি করলো ফেসবুক ভিত্তিক বিজনেস প্ল্যাটফর্ম গ্রুপ বিজনেস আইডিয়া। পথচলার সূচনা হবার ঠিক দুই মাসের ভেতর গ্রুপটি ২০০০+ সদস্যের গ্রুপে পরিনত হয়ে গেল।
গ্রুপের সকল সদস্যবৃন্দের একনিষ্ঠ কার্যকলাপ, এডমিন মডারেটরদের সুশৃঙ্খল গ্রুপ পরিচালনা এবং সকলের বিচক্ষন সিদ্ধান্ত বিজনেস আইডিয়া গ্রুপটিকে অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় করে তুললো সকলের নিকট। সেল পোস্ট, প্রমোশনাল পোস্ট এর পাশাপাশি গ্রুপটি বর্তমানে ক্যারিয়ার কাউন্সিলিং, লেকচার ওয়ার্কশপ, ফেসবুক লাইভ ট্রেইনিং এর মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে।
বর্তমানে Business Idea গ্রুপের এডমিনিস্ট্রেশনে কাজ করছেন মুজিবল হক সাইফুল, কফিল মাহমুদ মিঠু, জুনায়েত হাসান তামিম, মাকসুদুর রহমান পারভেজ, রায়হান আশরাফ, জাবেদ হোসাইন, আফরান সানজি, আস্তিয়া জাহান কাউসার, শেখ তনিমা তনু, ফারহানা যুথি, বাপ্পা আল মামুন এবং আয়নিক তুহিন। তাদের সকলের ব্যক্তিগত ক্যারিয়ার জীবন সফলতার গল্পে ভরপুর।
গ্রুপের ফাউন্ডার এবং এডমিনিস্ট্রেটর জনাব মুজিবল হক সাইফুল এর কাছ থেকে জানা যায়, তিনি এডমিনিস্ট্রেশনে সেই সকল ব্যাক্তিকে নিয়ে কাজ করছেন যারা তাদের প্রফেশনাল জায়গায় সফলতার স্বাক্ষর রেখেছেন নানা ভাবে।
কেন এমন অভিজ্ঞদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত? সেই প্রশ্নের জবাবে জনাব সাইফুল জানান, অভিজ্ঞ লোক মাত্রই রিস্ক ফ্যাক্টর সম্পর্কে অবগত। এ ধরনের লোক যে কোন পরিস্থিতিতে তার মেধা এবং অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে খুব সুন্দর ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যা দশজনের জন্য মঙ্গলজনকও বটে। এ ধরনের অভিজ্ঞ লোক যে কোন আইডিয়া এবং সিদ্ধান্ত গ্রহন করার আগে যথোপযুক্ত বিচার বিশ্লেষন করেন, তাই এক্ষেত্রে গ্রুপ নিয়ে ভবিষ্যতে কোন সমস্যার মুখোমুখি হবার সম্ভাবনা থাকেনা।
গ্রুপটিকে প্রানবন্ত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সকল সদস্যবৃন্দ। ইতোমধ্যেই বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ডেলিভারি এবং প্রমোশন গ্রুপের সদস্যদের মধ্যে পণ্যের গুনগত মান সম্পর্কে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
“কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী” মন্ত্রে দীক্ষিত Business Idea গ্রুপের সকলের মেধা এবং পরিশ্রম সার্থক হোক, সেইসাথে উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে যাক গ্রুপটি এই শুভ কামনা রইলো।
https://www.facebook.com/groups/Businessideatm/
নিবেদক –
আয়নিক তুহিন