স্পন্দন চট্টগ্রাম, মাসব্যপি হেলথ ক্যাম্প এর শুভ উদ্ভোধন
চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সাংসদ ডাঃ মোঃ আফছারুল আমীন এম,পি র হাতে গড়া সংগঠন স্পন্দন চট্টগ্রাম। স্পন্দন এর মাস ব্যাপি ফ্রি হেলথ ক্যাপ ও করোনা সেন্টার উদ্ভোধনীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনিতীবিদ এরশাদুল আমীন, ১২ সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক নূরুল আমীন,পাহাড়তলী থানা আওয়ামীলীগ সহ সভাপতি ওয়াহিদুল আমীন, ডা: আরিফুল আমীন (মা ও শিশু হাসপাতাল ,যুগ্ন সাধারন সম্পাদক)হালিশহর থানা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক আবু তাহের ,বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক মো: ফয়সাল আমীন, অধ্যাপক ইসমাইল সভাপতি ১১ নং দ:ক্ষিন কাট্টলী,আসলালাম হোসেন সওদাগর , মোমিনুল হক,২৩নং পাঠানতলী ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আসিফ খান।
মেডিকেল টিম এ সহযোগিতায় ডা: আহমেদ রিজোয়ান,
ডা: হাসিব রহিম, ডা: ইবনুল ইসলাম, ফায়াজ আমীন
১১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সহ সভাপতি রেজাউল করিম ভুট্টোর -সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন,১০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল আহমেদ ,সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লুৎফুর হক খুশি,এ্যড আরশাদ হোসাইন,২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন আজাদ,আবুল কালাম আবু,আব্দুল লতিফ ,দিদার উর রহমান তুষার,২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লায়ন ইলিয়াস,আসফাকুল আলম,২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফ উদ্দিন, সাইফ উদ্দিন রোকন ,জাবেদ রশিদ,ইয়াকুব আলী মুজুমদার ,নুরূল মোস্তফা,
এতে বক্তারা বলেন ডা: আবছারুল আমীনের সেবা মুলুক সংগঠন স্পন্দন অতিতেও যেভাবে বিভিন্ন দূর্যোগে সাধারন মানুষের পাশে ছিল বর্তমান করোনা কালীন সময়েও মাসব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে সাধারন জনগন উপকৃত হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
আব্দুল মান্নান,নুরুল ইসলাম ভূইয়া,নজুরুল ইসলাম,এমদাদুল হক ভূইয়া,মো:হানিফ,সুলতান আহমেদ,মুজিবুর রহমান,শওকত ইকবাল,ফেরদৌস খান, রেজাউল করিম ইরান,নোয়াব আলী, রাধা রানী টুনটু মুন,আসাদুজ্জামান,নীধুশীল,খায়রুল বসার তসলিম,সায়মন রিয়াদ,আখতারুজ্জামান মাসুম,মো:ফারুক,মাহমুদুর রহমান মাহমুদ,মো: মামদুদ,সফিকুল ইসলাম লিটন,নাজমুল হাকিম ,প্রমুখ।