করোনাভাইরাসের কারণে এবার চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল হয়ে গেল ডাচ ২০১৯-২০ মৌসুমের ইআরডিভিসি। এরআগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৪-৪৫ মৌসুমে কোনও দল শিরোপা পায়নি, কোনও দলের উত্তরণ বা অবনমনও দেখেনি নেদারল্যান্ডসের শীর্ষ লিগ।
মরণ ব্যাধি করোনার কারণে এবার ডাচ সরকার আগামী ১লা সেপ্টেম্বর পর্যন্ত সব খেলাধুলা নিষিদ্ধ করে। যে কারণে এবারের ফুটবল মৌসুমের অকাল সমাপ্তি প্রায় অনিবার্য হয়ে উঠেছিল।
এদিকে শুক্রবার ডাচ লিগ কর্তৃপক্ষ, ১৮টি ক্লাব ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক হয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে লিগ বাতিলের। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান মনে করে এতে নেদারল্যান্ডসে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে ঠিকই, তবে একটি দৃষ্টান্তও তৈরি হয়েছে যা অনুসরণ করতে পারে ইউরোপের অন্য দেশগুলোও।
ইআরডিভিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলাটা ঠিক নয়, কারণ কোনও চ্যাম্পিয়নই এখানে নেই। কারণ এখনও প্রতিযোগিতার অনেকগুলো রাউন্ড বাকি। আমরা মনে করি, এ অবস্থায় আমরা প্রমোশন ও রেলিগেশনের বিষয়টিও প্রয়োগ করতে পারি না।’
লিগের শীর্ষ দল আয়াক্স চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত প্লে-অফে জায়গা পেয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকা এজেড আলকমার খেলবে ওটার বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে। তৃতীয় স্থানে থাকা ফেইনুর্ড খেলবে ইউরোপা লিগের গ্রুপ পর্বে, আর চতুর্থ পিএসভি আইন্দহোফেন ও চতুর্থ ভিলেম-টু জায়গা পেয়েছে একই লিগের বাছাইপর্বে।